বার্তা৭১ডটকমঃ চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে পরে তিনি রাজধানীর তেজগাঁও থানায় মামলা করেছেন।
শুক্রবার রাত সাড়ে এগারোটায় রাজধানীর ফার্মগেট এলাকায় পার্কের পাশ দিয়ে প্রাইভেট কারে করে যাওয়ার সময় একটি ট্রাক ইলিয়াস কাঞ্চনের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ইলিয়াস কাঞ্চন পিঠে এবং মেরুদন্ডে আঘাত পান।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জাস্ট নিউজকে জানান, ইলিয়াস কাঞ্চন রাতে থানায় অভিযোগ করেন যে অজ্ঞাত ব্যক্তি তাকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে। ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে জানান অপূর্ব হাসান।
অভিনেতা ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নামে একটি সামাজিক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। তার স্ত্রী ও সন্তান সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে তিনি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনা বাড়াতে কাজ করে যাচ্ছেন।