ঢাকা, ১৯ ডিসেম্বর,বার্তা৭১ডটকমঃ: বি দ্যা চেঞ্জ, স্ট্যাট গ্রিন নাউ’ স্লোগানে বুধবার থেকে শুরু হয়েছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১২’। রাজধানীর সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সিটি সেন্টারে ৬দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস। এতে বিশেষ অতিথি হিসেবে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের উপাচার্য প্রফেসর ড. জামিলুর রেজা চৌধুরী, এসোসিওর সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি আমির হোসেন, মেলা কমিটির আহবায়ক তৌফিক এহসান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তথ্য প্রযুক্তির বিকাশ ও তথ্য প্রযুক্তি পন্য দেশবাসীর কাছে পরিচিত করার ক্ষেত্রে এ মেলা কার্যকরী অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা। মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটির এটা ৬ষ্ঠ আয়োজন।
মেলা উপলক্ষে বিভিন্ন প্রযুক্তি পন্যে দেয়া হচ্ছে বিশেষ ছাড়। প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা। মেলা শেষ হবে ২৪ ডিসেম্বর ।