ঢাকা, ১৬ ডিসেম্বর (বার্তা ৭১ডটকম ) : মুক্তিযুদ্ধে বিজয়ের ৪১ বছর পূর্তিতে শেরে বাংলা নগরস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে সামরিক বাহিনীর কুচকাওয়াজ। ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে রবিবার সকাল ৯ টার পর বিজয় দিবসের এ কর্মসূচি শুরু হয়। দুপুর পর্যন্ত চলে এ অনুষ্ঠান।
এবারের কুচকাওয়াজের সবচেয়ে আকর্ষণীয় দিকটি ছিল দু’শ ফুট দীর্ঘ এবং এক’শ বিশ ফুট চওড়া জাতীয় পতাকা।
সশস্ত্র বাহিনীর সদস্যরা এই জাতীয় পতাকা নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানান। জাতীয় পতাকাকে স্যালুট করেন শেখ হাসিনাও। কুচকাওয়াজ পরিচালনা করেছেন প্যারেড অধিনায়ক নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, পিএসসি।
কুচকাওয়াজে অংশ নেয়া সম্মিলিত পতাকাবাহী দল, বীর মুক্তিযোদ্ধা কন্টিনজেন্ট, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সাঁজোয়া বাহিনী, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, পদাতিক বাহিনী, আর্টিলারি কন্টিনজেন্ট, ইঞ্জিনিয়ার্স কোর, সিগানালস কোর, সম্মিলিত সার্ভিস সেনাদল, কমান্ডো সেনাদল, নৌবাহিনী কন্ডিনজেন্ট, বিমান বাহিনী, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, বাংলাদেশ পুলিশ, আনসার, সম্মিলিত মহিলা কন্টিনজেন্ট ও সম্মিলিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে প্যারেড অতিক্রম করে।
এর আগে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে গার্ড পরিদর্শন করেন। মিলিটারি পুলিশের সশস্ত্র পাহারায় রবিবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছান। প্যারেড স্কোয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল জহির উদ্দিন আহমেদ ও বিমানবাহিনী প্রধান এনামুল বারী।