ঢাকা, ২০ ডিসেম্বর : হোটেল রেডিসনে শুরু হয়েছে বিপিএলের নিলাম। এর মধ্যে বিদেশী গোল্ডেন ক্যাটাগরির ক্রিকেটারদের নিলাম শেষ হয়েছে। বিদেশী গোল্ডেন ক্যাটাগরিতে ইমরান নাজিরকে ২ লাখ ৮০ হাজার ডলারে কিনে নিয়েছে চিটাগাং কিংস। তার পরেই আছেন পাকিস্তানের শাহীদ আফ্রিদি। তাকে ২ লাখ ৭৫ হাজারে কিনে নিয়েছে ঢাকা গ্লাডিয়েটরস। তবে দেশী গোল্ডেন ক্যাটাগরিতে সবাইকে ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসান। তাকে নিয়ে বিপিএলের ৬টি দলই নিলামে প্রতিযোগিতায় নামে। তবে সবাইকে ছাড়িয়ে ৩ লাখ ৬৫ হাজার ডলারে কিনে নেয় ঢাকা গ্লাডিয়েটরর্স। গত আসরে সাকিব আল হাসান খুলনার হয়ে মাঠে নেমে ছিলেন। তার পর বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিমকে ২ লাখ ৫ হাজার ডলারে কিনে নিয়েছে সিলেট রয়েল্স। প্রথম আসরে দূরন্ত রাজশাহীর অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম। কিন্ত নিলামে টাই হওয়ায় গোপন নিলামে দূরন্ত রাজশাহী তার দাম হাকিয়ে ছিলেন ২ লাখ ৩ হাজার ডলার। তাদের পরই অবস্থান করেছেন তামিম ইকবাল। গতবার চিটাগাং কিংসের হয়ে খেলা এই তারকাকে দেখা যাবে দূরন্ত রাজশাহীতে। তাকে নিয়ে ঢাকা ও দূরন্ত রাজশাহীর মধ্যে চলে তুমুল প্রতিযোগিতা। শেষ পর্যন্ত ১ লাখ ৬৫ হাজার ডলারে তাকে কিনে নিয়েছে দূরন্ত রাজশাহী। তার পরেই আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর রিয়াদকে এবারও দেখা যাবে চিটাগাং কিংসের হয়ে। তাকে কিনে নিয়েছে ১ লাখ ২৫ হাজার ডলার দিয়ে।