বার্তা৭১ডটকম : যুক্তরাষ্ট্রের কানেটিকাটে স্কুলে বন্দুধারীর গুলিতে ২০ শিশুসহ ২৭ জন নিহত হওয়ার ঘটনায় বিচলিত মার্কিন প্রেসিডেন্ট রবিবার ওবামা বলেছেন, দেশের শিশুদের রক্ষায় যুক্তরাষ্ট্রকে অবশ্যই আরো অনেক কিছু করতে হবে।
তিনি বলেছেন , শিশুদের রক্ষায় যথেষ্ট কাজ করেনি যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে দেশটিকে অবশ্যই আরও কাজ করতে হবে।
এ ধরণের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি রোধে অর্থাৎ শিুশুদের রক্ষায় পেসিডেন্টের দফতরের যতটুকু ক্ষমতা রয়েছে তা প্রয়োগ করা হবে বলে তিনি মার্কিনিদের আশ্বস্ত করেন।
রবিবার কানেকটিকাট অঙ্গরাজ্যে নিউটাউনের অধিবাসীদের উদ্দেশে দেওয়া বক্তৃতায় ওবামা তার অঙ্গীকার কীভাবে বাস্তবায়ন করবেন তা পরিষ্কার করেননি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ত্র আইন আরো কঠোর করার বিষয়টি আলোচনায় জোরালো হয়ে উঠেছে। বর্তমানে মার্কিন সমাজে অস্ত্র খুবই সহজ পাওয়া যায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা এ ধরনের হত্যাযজ্ঞ আর সহ্য করব না। এর অবশ্যই অবসান ঘটাতে হবে এবং তা করতে গেলে আমাদের পরিবর্তিত হতে হবে।
কানেকটিকাটের নিউটাউনে শোকার্ত অভিভাবকদের সভায় ভাষণ দেয়ার সময় বারাক ওবামা আরো বলেন, গোটা জাতি এই ঘটনায় শোকাহত। তিনি বলেছেন, আমি একটি ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারি যে এই দুঃখের দিনে আপনারা একা নন এবং আমরা আপনাদের সঙ্গে রয়েছি।
যুক্তরাষ্ট্রে বন্দুধারীর গুলিতে বেসামরিক নাগরিকদের প্রাণহানির ঘটনা এটিই প্রথম নয়। শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণীবিতানসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় প্রায়ই এ ধরনের প্রাণহানির ঘটনা ঘটে।
সর্বশেষ এই প্রাণহানির ঘটনার মাত্র দুদিন আগে গত ১২ ডিসেম্বর অরেগন রাজ্যের একটি বিপণীবিতানে গুলি চালিয়ে দুজনকে হত্যা করে এক বন্দুধারী। তারপর আত্মহত্যা করে ওই ঘাতক।
কয়েকটি ঘটনা চিত্র দেয়া হলো ;-
৫ অগাস্ট, ২০১২: সাবেক সেনা কর্মকর্তা ওয়েড মাইকেল পেজ উইসকনসিনের একটি শিখ মন্দিরে নির্বিচারে গুলি চালিয়ে ছয় জনকে হত্যা করে যাদের মধ্যে এক নারীও ছিলেন। ওই ঘটনায় আরো তিনজন গুলিবিদ্ধ হয়। হত্যাযজ্ঞ চালানোর পর আত্মহত্যা করেন ওয়েড।
২০ জুলাই, ২০১২: কলোরাডোর একটি প্রেক্ষাগৃহে এক বন্দুধারীর গুলিতে অন্তত ১২ জন নিহত হয়।
৮ জানুয়ারি, ২০১১: অ্যারিজোনার একটি মুদি দোকানের বাইরে বন্দুকধারীর গুলিতে ছয় জন নিহত হয়। এ সময় যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য গ্যাব্রিয়েলে গিফোর্ডসসহ ১৩ জন আহত হন। এই হতাহতের ঘটনায় অভিযুক্ত জ্যারেড লি লাফনার সিজোফ্রেনিয়া আক্রান্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
৫ নভেম্বর, ২০০৯: টেঙাসের ফোর্টহুডে একটি সেনা প্রস্তুতি কেন্দ্রে এক বন্দুকধারীর গুলিতে ১৩ জন নিহত এবং ২৪ জনের বেশি আহত হয়। এ ঘটনায় সেনাবাহিনীর সাইকিয়াট্রিস্ট মেজর নিদাল হাসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
১০ মার্চ, ২০০৯: আলবামা অঙ্গরাজ্যে মাইকেল ম্যাকলেন্ডন (২৮) নামের এক যুবক গুলি চালিয়ে মা ও চার আত্মীয়সহ ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে।
১৬ এপ্রিল, ২০০৭: সেউং-হুই চো (২৩) নামের এক যুবক ভার্জিনিয়ার পলিটেকনিক ইনস্টিটিউটে গুলিবর্ষণ করে ৩২ জনকে হত্যার পর আত্মহত্যা করেন।
২০ এপ্রিল, ১৯৯৯ : দুই তরুণ কলোরাডোর একটি স্কুলের লাইব্রেরিতে ঢুকে গুলি চালিয়ে ১২ সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা করে।
১৬ অক্টোবর, ১৯৯১: এদিন টেঙাকের কিলিনে একটি ক্যাফেটেরিয়ায় গুলিবর্ষণ করে ২৩ জনকে হত্যার পর আত্মহত্যা করেন জর্জ হেনার্ড নামের এক ব্যক্তি।
১৮ জুন, ১৯৯০: ফ্লোরিডার জ্যাকসনভিলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তরে ঢুকে ১০ জনকে হত্যার পর আত্মহত্যা করে বন্দুকধারী। এ ঘটনায় অন্য চার জন আহত হয়।