বার্তা৭১ডটকমঃ চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে। বার্তা সংস্থা পিটিআই জানায়, একটি চলন্ত বাসের ভিতর ওই কলেজছাত্রীকে একদল পুরুষ গণধর্ষণ করে। এরপর তারা তাকে বাসের ভিতর থেকে বাইরে ছুড়ে ফেলে দেয়। তার সঙ্গী এক পুরুষ বন্ধুকেও তারা এ সময় প্রহার করে বাস থেকে ফেলে দিয়েছে। এ বিষযে থানায় মামলা হয়েছে। তাতে বলা হয়েছে তারা দু’জন রোববার রাতে মুনিরকা থেকে ধারকা যাওয়ার জন্য ওই বাসে ওঠেন। বাসটি মহীপালপুর পৌঁছলে শুরু হয় গণধর্ষণ। উদ্ধার করে ধর্ষিতাকে সফদারগঞ্জ হাসপাতালে ভর্তি কজরা হয়েছে।