ঢাকা, ১৮ ডিসেম্বর: ঢাকা কলেজে সংঘর্ষের ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের আট নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) সহ-সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ সোহেল, কলেজ শাখার সহ-সভাপতি শরিফুল ইসলাম রিমন, হাবিবুর রহমান রনি, আমিন আহম্মেদ চৌধুরী রুমেল, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান শাহিন, আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ হৃদয় ও কর্মী শাওন।
সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজে ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এরপর রাতে বহিষ্কারের ঘোষণা আসে।