বার্তা৭১ ডটকমঃ ১৮ দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবিতে দেশের বামদলগুলো যে হরতালের ডাক দিয়েছে তা সরকার পালন করেছে বলে দাবি করছে প্রধান বিরোধী দল বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এ দাবি করেন।
এ হরতাল কর্মসূচি থেকে বিরোধী দলের শিক্ষা নেয়া উচিত যে শান্তিপূর্ণভাবেও আন্দোলন করা যায়। হরতাল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বাহিনী কিভাবে আজকের হরতাল পালন করছে তা দেশবাসী দেখেছে।
রামুর ঘটনা, বিশ্বজিৎ হত্যাকান্ড, পদ্মা সেতুর ঋণচুক্তি বাতিল, যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদান একই সূত্রে গাঁথা বিরোধী দলের দিকে ইঙ্গিত করে দেয়া প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তরিকুল ইসলাম বলেন, “উনি ঠিকই বলেছেন। উনারাই এ ধরনের ঘটনা ঘটিয়েছে।”
তিনি বলেন, “ক্ষমতার দম্ভে এই সরকার বাক ও ব্যক্তি স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার হরণ করে বিরোধীদল শূন্য করার যে মহাউদ্যোগ ও উন্মাদনায় মেতে আছেন তাতে তাদের অনিবার্য নির্মম পরিণতির দিন ঘনিয়ে আসছে, সেটি তারা টের পাচ্ছে না।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাজাহান ওমর, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া উপস্থিত ছিলেন।