বার্তা৭১ ডটকমঃ প্রথমবারের মতো সম্প্রতি বলিউডের একটি ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন অর্জুন রামপাল ও চিত্রাঙ্গদা সিং। ছবির নাম ‘ইনকার’। দু ’জনকে একটি বাথটাবে গোসলের দৃশ্য করতে দেখা গেছে। অনেকটাই নগ্ন অবস্থায় এই প্রমোতে দেখা গেছে চিত্রাঙ্গদাকে। এদিকে এই প্রমোর বাইরেও ছবিতে অর্জুন ও চিত্রাঙ্গদার বেশ কিছু বিছানার দৃশ্য রয়েছে।
কিছু আপত্তিকর সংলাপও রয়েছে। এই দৃশ্য ও আপত্তিকর সংলাপের কারণে সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডও আটকে দিয়েছে ছবিটি। তবে নির্দিষ্ট সংলাপ ও দৃশ্য কর্তনের পর তার ছাড়পত্র দেয়া হবে বলেও জানা গেছে। এদিকে ছবিটির একটি প্রমো অতিরিক্ত রগরগে হওয়ায় টিভি চ্যানেলগুলোতে সেটি মধ্যরাতে চালানোর জন্য বলা হয়েছে। আর অন্য প্রমোগুলো যে কোন সময়ে চালানো যাবে। সেন্সর বোর্ডের এরকম সিদ্ধান্তে অবশ্য অবাক হননি পরিচালক সুধির মিশরা। কারণ, এর আগেও বিদ্যা বালানের ‘দি ডার্টি পিকচার’-এর ক্ষেত্রেও সেন্সর বোর্ড এমন নিষেধাজ্ঞা আরোপ করেছিলো। বর্তমানে সুধির মিশরা সেন্সর বোর্ডের কথা অনুযায়ী ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এদিকে এ ছবির এমন রগরগে দৃশ্য সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি মিডিয়া বিমুখ অর্জুন। তবে এ বিষয়ে চিত্রাঙ্গদা বলেছেন, আমি আসলে বলিউডে অভিনয় করতে এসেছি। তাই অভিনয় করতে এসে যে কোন পোশাক পরতে অথবা যে কোন দৃশ্য করতে আমি প্রস্তুত। তবে সেটা হবে চরিত্রের প্রয়োজনে। এ ছবির ক্ষেত্রেও তেমনটি হয়েছে। আর সমালোচনাকে আমি ভয় করি না। আমার বিশ্বাস অর্জুন ও আমার এই ছবিটি দর্শকরা অনেক পছন্দ করবেন।