বার্তা৭১ ডটকমঃ গাইবান্ধায় বুধবার গভীর রাতে শহরের ডিবি রোডে পূবালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা শাখায় ডাকাতির চেষ্টা করা হয়েছে। ডাকাতি করতে ব্যর্থ হয়ে ওই ব্যাংকের নৈশ প্রহরীকে হাত পা বেঁধে খুন করে পালিয়েছে ডাকাতরা।
নিহত নৈশ প্রহরীর নাম সাদেকুল ইসলাম। তিনি রংপুরের গঙ্গাচড়া উপজেলার গেনোপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানা ও ব্যাংকের ব্যবস্থাপক মনমোহন রায় জানান, ডাকাতরা ব্যাংকে ঢুকে টাকার ভোল্টের তালা ভাঙ্গার চেষ্টা করে। ভোরে স্থানীয় লোকজন ব্যাংকের নিচতলায় সিঁড়ির নিচে বস্তার উপরে হাত পা বাঁধা অবস্থায় নৈশ প্রহরীকে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ এসে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।