বার্তা৭১ ডটকমঃ বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে বুধবার রাজশাহীতে আধাবেলা হরতাল পালন করছে জামায়াত। সকালে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
হরতালের শুরুতে সকাল সোয়া ৭টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় গোয়েন্দা (ডিবি) পুলিশের গাড়ি লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কাজলা থেকে পুলিশ দুজনকে আটক করে। ককটেল নিক্ষেপের ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়।
এছাড়া মন্ডলের মোড়ে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এসময় বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।
অন্যদিকে মহানগরীর শালবাগান, ডিঙ্গাডোবা এলাকায় মিছিল বের করার চেষ্টা করে শিবির। তারা বিভিন্ন স্থানে সড়ক অবরোধেরও চেষ্টা করে। তবে পুলিশ যাওয়ার আগে হটে যায়।
সকাল থেকে নাশকতার আশঙ্কায় সর্তক অবস্থায় রয়েছে পুলিশ। মহানগরীর সাহেব বাজার, আলুপট্টি, কুমারপাড়া সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়, মনি চত্বর, সোনাদীঘির মোড়, গোরহাঙ্গা রেলগেট, নওদাপাড়া, বিনোদপুর, কাটাখালী, নিউ মার্কেট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নগরীর সকল দোকানপাট বন্ধ রয়েছে। ভারী যানবাহন চলাচল করেনি। তবে রাজশাহী স্টেশন থেকে সবকটি ট্রেন ছেড়ে গেছে।
আন্তঃজেলা রুটের বাসও বন্ধ আছে। বিআরটিসি বাসও চলছে না। রাস্তায় চলছে রিঙা, অটোরিঙা, ভ্যান।