বার্তা৭১ ডটকমঃ রাজধানীর বনানীতে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।বুধবার সকাল ১০টার দিকে মহাখালী ফ্লাইওভারের নিচে থেকে জামায়াত-শিবিরের একটি মিছিল বনানী হয়ে কাকলী মোড়ে গিয়ে সমাবেশ করে। সমাবেশের শেষের দিকে পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় আধা ঘন্টা ধরে ব্যাপক ধাওয়া পাল্টা হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় কাকলী মোড়ের বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয় ।
সমাবেশে অংশ নেয় মহানগর জামায়াতের সেক্রেটারি রুহুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন, রমনা থানার আমির রেজাউল করিম, শিবিরের দফতর সম্পাদক আতিকুর ইসলাম, সাহিত্য সম্পাদক নিজামুল হক নাঈম, প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়াসহ জামায়াত-শিবিরের ৩/৪ শতাধিক নেতাকর্মী।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হোসেন বলেন, অনুমতি ছাড়া জামায়াত-শিবির মিছিল শেষে সমাবেশ করলে তাতে বাধা দিলে পুলিশের উপর চড়াও হয় এবং সংঘর্ষ বাধে।
উল্লেখ্য, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর রহমান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসনিম আলম, কাদের মোল্লার স্ত্রীসহ ছাত্রী সংস্থার ২০ নারী কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এ মিছিল ও সমাবেশ করে জামায়াত-শিবির।