ঢাকা, ১৯ ডিসেম্বর: বৃহস্পতিবারে হরতালের যে কোন নাশকতামূলক কর্মকান্ড সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর।
তিনি বলেছেন, যুদ্ধাপরাধী ও ধর্মভিত্তিক রাজনীতির পক্ষে ডাকা এই হরতালের সব সাংঘর্ষিক কর্মকান্ড প্রতিহত করা হবে।
এর আগে বামপন্থীদের হরতালে সরকারের সমর্থন না থাকলেও তাদের কর্মকান্ড প্রসংসার দাবি রাখ বলে জানান তিনি।
সিপিবি-বাসদের মতো হরতাল করলে সরকার সর্বাত্মক সহযোগীতা করবে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের ধারাবাহিক অনুষ্ঠানের আজকের দিনের প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. আলমগীর।
তিনি বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটি দেশ। এখানে কোন ধর্মীয় মৌলবাদ আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। মৌলবাদকে ঠেকাতে যে ধরনের প্রস্তুতি প্রয়োজন, আমরা সকল প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছি।
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হলে আমরা মাঠ ছাড়বো না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।