রংপুর, ২০ ডিসেম্বর: রংপুর সিটি করপোরেশনের (রসিক) নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বৃস্পতিবার সকাল আটটা থেকে ১৭৮ কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে। ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম। এপর্যন্ত নির্বাচনের অপ্রিতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
সকাল নয়টার দিকে নগরীর ছালেমা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন নাগরিক মঞ্চের পক্ষ থেকে মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এসময় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ভোট গ্রহণ সুষ্ঠু হচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে পরাজিত হলেও আমি ফলাফল যায় হোক না কেন আমি মেন নিব।
রসিক নির্বাচনে মোট ভোটার সংখ্যা মোট তিন লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে এক লাখ ৭৯ হাজার ১২৮ এবং মহিলা ভোটার এক লাখ ৭৮ হাজার ৬১৪জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৮টি এবং ভোটকক্ষ এক হাজার ৭০টি। তবে ১৭৮টি ভোট কেন্দ্রের মধ্যে ১০৪ ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ।