ঢাকা, ২০ ডিসেম্বর : কঠোর নিরাপত্তার মধ্যে বামদের বিরুদ্ধে ইসলামী ও সমমনা ১২ দলের ডাকা হরতাল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীতে যান চলাচল কিছুটা কম হলেও কোথাও পিকেটারদের তৎপরতা দেখা যায়নি। ফায়ার ব্রিগেড ভোর সাড়ে ৬টার দিকে উত্তরায় একটি ট্রাকে আগুন দেয়ার খবর জানালেও বড় কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি। এদিকে সকাল সাড়ে ৬টার দিকে কাঁটাবন সংলগ্ন অষ্টব্যঞ্জন হোটেলের সামনে হরতাল সমর্থনে মিছিল বের করলে পুলিশ আটজনকে আটক করে।
পুলিশ ও র্যাব সদস্যরা সকাল থেকেই নগরীর সড়কগুলোতে সতর্ক অবস্থান নেয়।
বায়তুল মোকাররম ও এর আশপাশের এলাকায় ফজরের আযানের পর থেকেই পুলিশ ও র্যাব মোতায়েন থাকতে দেখা যায়। পুরান ঢাকা ও যাত্রাবাড়ীতে ইসলামী দলগুলোর নেতাদের পরিচালিত বিভিন্ন মাদ্রাসার সামনেও রয়েছে কড়া পাহারা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর কোথাও হরতালের পক্ষে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।
সকালে গাবতলী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস ছেড়ে গেছে একেবারেই কম। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। সারা দেশে সকাল সন্ধ্যা এই হরতাল ডাকা হলেও রাজধানীতে কর্মসূচি চলবে দুপুর পর্যন্ত।
‘ইসলামী ও সমমনা ১২ দলের’ নামে এই হরতাল ডাকা হলেও এই মোর্চার আটটি দলই বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, এই কর্মসূচিতে তারা নেই। বিবৃতিদাতাদের মধ্যে ইসলামী ও সমমনা ১২ দলের আহ্বায়ক মুহীউদ্দিন খানও রয়েছেন।