বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ঈদগাহ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিএনপির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একদিকে তারা মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিচ্ছে আরেক দিকে যুদ্ধাপরাধীদের বিচার নস্যাতে কাজ করে যাচ্ছে।
বুধবার মহানগর নাট্যমঞ্চে মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়ার সময় বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেয়া বক্তব্যের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের সময় বিএনপির জন্মই হয়নি আর আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভয় পায় না।
প্রধানমন্ত্রী বলেন, তবে বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবেই এবং এটা আওয়ামী লীগের ওয়াদা।
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, অনুসন্ধানে প্রমাণিত হয়েছে, সেখানে কোনো দুর্নীতি হয়নি, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে।
পদ্মায় দুর্নীতি নিয়ে বিরোধী দলের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না। এ সময় প্রধানমন্ত্রী বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট আমলে দুর্নীতির কথা তুলে ধরেন।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, যারা এ বিচারে বাধা সৃষ্টি করছে জনগণ তাদের ক্ষমতায় দেখতে চায় না। এ সরকার মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।