বার্তা৭১ ডটকমঃ রংপুর সিটি কর্পোরেশনের নতুন নগর পিতা হওয়ার দৌড়ে বেশ এগিয়ে গেছেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা শরফুদ্দিন আহমেদ ঝন্টু। ১৭৮ টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত প্রাপ্ত ৭২ টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে মেয়র পদে মোটর সাইকেল মার্কা নিয়ে ঝন্টু পেয়েছেন ৫২ হাজার ৫৮৬ ভোট।
ঝন্টুর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির পদত্যাগী নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ২৫ হাজার ৮৬৭ ভোট। জাতীয় পার্টির আরেক পদত্যাগী নেতা আবদুর রউফ মানিক চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতায় এখন রয়েছেন তৃতীয় স্থানে।
সন্ধ্যার পর থেকেই একেকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে। রংপুর শহরের পুলিশ লাইনের পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী ক্যাম্প থেকে বেসরকারী ফলাফল ঘোষণা করা হচ্ছে।
এর আগে সকাল ৮ টা থেকে কর্পোরেশনের ১৭৮ টি ভোটকেন্দ্রের ১ হাজার ৭০ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে ৪ টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট নেওয়া হয়েছে। বাকী গুলোতে ভোট গ্রহণ হয় সচ্ছ ব্যালট বাঙে। বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহরে সময় থাকলেও কয়েকটি কেন্দ্রে লাইনে অপেক্ষমান ভোটারদের ৪ টার পরেও ভোট দিতে দেখা গেছে। ভোট গ্রহণ শেষ করার পরপরই শুরু হয় গণনা।
বিকেল নাগাদ রির্টানিং অফিসার মনিরুল ইসলাম বলেন, যেভাবে ভোটার উপস্থিতি দেখা গেছে তাতে অন্তত ৭০ শতাংশ ভোট কাস্ট হতে পারে। তিনি জানান, কনকনে শীতের মধ্যেও নারী-পুরুষ সবাই যথেষ্ট উৎসাহ নিয়ে ভোট দিয়েছেন। কোথাও বড় ধরনের কোনো সহিংসতা বা দুর্ঘটনা ঘটেনি। তবে বিদ্যুতের অভাবে অনেকগুলো কেন্দ্রে চার্জার লাইট দিয়ে ভোট নেওয়া হয়েছে বলে জানান রির্টানিং অফিসার ।
এদিকে, মাহিগঞ্জের মহেন্দ্রপাতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সমর্থকদের মধ্যে ছোটোখাটো সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে আটক করে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাঢ হোসেন।
রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৫৭ হাজার ৭৪২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ১২৮ জন ও নারী ১ লাখ ৭৯ হাজার ৬১৪ জন।
নির্বাচনে মেয়র প্রার্থী ১২ জন, ৩৩ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন ৩২৭ জন ও ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯১ জন পার্থী লড়াই করছেন।