বার্তা৭১ ডটকমঃ ২০ বছর বয়সী যুক্তরাষ্ট্রের অলিভিয়া কালপো এবারের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন।বিশ্বের সুন্দরীদের নিয়ে আয়োজিত ৬০তম এই আসরে এ নিয়ে অষ্টম বারের মতো যুক্তরাষ্ট্রের কোনো নারী মিস ইউনিভার্স নির্বাচিত হলেন।বিশ্বের ৮৯ দেশের সুন্দরীদের মধ্য থেকে চূড়ান্তপর্বের ১০ বিচারক অলিভিয়াকেই ২০১২ সালের মিস ইউনিভার্স হিসেবে বেছে নেন।ফিলিপাইনের ২৩ বছর বয়সী জানাইনে তুগোনো প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন। ভেনেজুয়েলার ইরেনি সোফিয়া এসার তৃতীয় স্থান অর্জন করেছেন।
গত বছরের মিস ইউনিভার্স অ্যাঙ্গোলার লেইলা লোপেজের কাছ থেকে সেরা সুন্দরীর মুকুট মাথায় পড়ে নেন অলিভিয়া।এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অবশ্যই ১৮ থেকে ২৭ বছর বয়সী, অবিবাহিত ও সন্তানহীন নারী হতে হবে।প্ল্যানেট হলিউড এবং লাস ভেগাসের ক্যাসিনো থেকে এই প্রতিযোগিতা যুক্তরাষ্ট্রের টেলিভিশন সরাসরি সম্প্রচার করেছে। বিশ্বের ১৯০ দেশের শতকোটি দর্শকি এই অনুষ্ঠান উপভোগ করেছে বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে।অলিভিয়া কালপো আগামী বছর মিস ইউনিভার্স সংস্থার পক্ষ থেকে বিশ্বভ্রমণে বের হবেন। এরসঙ্গে তার পছন্দ অনুযায়ী দাতব্য কিছু প্রতিষ্ঠানের হয়েও তিনি কাজ করবেন।অনুষ্ঠানে ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউ টাউনে একটি প্রাথমিক স্কুলে ২০ শিশু ও ৬ জন পূর্ণ বয়স্ককে হত্যার ঘটনায় কিছু সময় নীরবতা পালন করা হয়।