ঢাকা, ১ মে: বিএনপি সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর ধানমন্ডির বাসায় র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়েছে। তবে তিনি বাসায় না থাকাতে তাকে গ্রেফতার করতে পারেনি তারা। মঙ্গলবার রাত সাড়ে আটটা থেকে সোয়া নয়টা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে স্বীকার করেছে ধানমন্ডী থানার ওসি মনিরুজ্জামান।
বিএনপি সূত্র জানায়, ধানমন্ডির ১২/৭ নম্বর সড়কের ৭৩ নম্বর বনলতা এপার্টমেন্টে এ্যানীকে গ্রেফতারের জন্য অভিযান চালায় র্যাব-পুলিশ। এ সময় তারা পুরো বাড়িটিকে ঘিরে ফেলে। তাকে না পেয়ে অভিযান শেষ করে চলে যায় তারা।
এ ব্যপারে ধানমন্ডি থানার ওসি মনিরুজ্জামান বার্তা ৭১ কে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। তবে অভিযানকারীরা তাকে পায়নি।
উল্লেখ্য, ৩০ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ের ভেতরে বোমা বিস্ফোরণ, তেজগাঁওয়ে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির সাংসদ শহীদউদ্দিন চৌধুরী এ্যানীসহ১৮ দলীয় জোট নেতাদের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁ ও শাহবাগ থানায় পৃখক দু’টি মামলা হয়।
সেই মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-পুলিশের একটি দল এ্যানীর ধানমণ্ডির বাসার গ্রেফতারি অভিযান চালায়।
এ্যানী তেজগাঁও থানার মামলার আসামি। এই মামলার অন্য আসামিরা হলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমদ এমপি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল অব. আসম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নিরব প্রমুখ।