২১ ডিসেম্বর : রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নগরপিতা নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শরফুদ্দিন আহমেদ ঝন্টু।
নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে প্রায় ২৮ হাজার বেশি ভোট পেয়ে দেশের দশম সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে বেসরকারীভাবে বিজয়ী হলেন সাবেক এই সংসদ সদস্য।
মোটরসাইকেল প্রতীক নিয়ে ঝন্টু পেয়েছেন ১ লাখ ০৬ হাজার ২৫৫ ভোট।
হাঁস প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির পদত্যাগী নেতা মোস্তাফিজার রহমান মোস্তফা পেয়েছেন ৭৭ হাজার ৮০৫ ভোট।
জাতীয় পার্টির আরেক পদত্যাগী নেতা আবদুর রউফ মানিক চশমা প্রতীক নিয়ে তৃতীয় স্থান পেয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ২০৮।
গত রাত আড়াইটা পর্যন্ত নগরীর পুলিশ কমিউনিটি হলে স্থাপিত নির্বাচন কমিশনের অস্থায়ী ক্যাম্পে রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম বেসরকারী ফলাফল ঘোষণা করেন।
এর আগে নগরীর ১৭৮ টি কেন্দ্রের ১ হাজার ৭০ টি বুথে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন নতুন সিটি কর্পোরেশনের ভোটাররা। সন্ধ্যার পরপরই একেকটি কেন্দ্র থেকে ফলাফল আসতে শুরু করে পুলিশ কমিউনিটি হলে। চল্লিশটি কেন্দ্রের ফলাফল ঘোষণার পরপরই পরাজয়ের আভাস পেয়ে হল থেকে বেরিয়ে যান মেয়র প্রার্থী মোস্তফা।
এদিকে, ফলাফল ঘোষণা সমাপ্ত হওয়ার আগেই নির্বাচন প্রত্যাখ্যান করেছেন আরেক মেয়র প্রার্থী সাবেক বিএনপি নেতা কাওছার জামান বাবলা। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে জাল ভোট, প্রভাব বিস্তার করাসহ নানা অনিয়ম ঘটেছে।