ঢাকা, ২১ ডিসেম্বর : রাজধানীর খিলগাঁও রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ও অটোরিকশা দুমড়ে মোচড়ে গেছে। এতে স্থানীয়রা পাঁচজনের মৃত্যুর কথা জানালেও পুলিশ এক জনের লাশ উদ্ধারের কথা জানিয়েছে। সকাল সাতটায় খিলগাঁও ফাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে লালমনি এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে ওই ক্রসিং পার হওয়ার সময় ভূলক্রমে একটি প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশা রেল লাইনে উঠে যায়। ট্রেনটি দ্রূত গতিতে না চললেও ধাক্কায় গাড়ি দুটি ছিটকে পড়ে চূর্ণ হয়ে যায়। ঘটনাস্থল থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। গাড়ি দুটিতে থাকা যাত্রীদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে।হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তারা কে কোন গাড়িতে ছিলেন, তাও বোঝা যাচ্ছে না বলে জানান এসআই আনোয়ার। ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক আলমগীর হোসেন মজুমদারও দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। রেল কর্মকর্তারা বলছেন, ওই ক্রসিংয়ে ট্রেন আসার আসে সঙ্কেত দেয়া হলেও গাড়িগুলো তা না মানায় এই দুর্ঘটনা ঘটেছে।