সৌদি আরবে হত্যার দায়ে অভিযুক্ত আরো দুই বাংলাদেশি নাগরিকের শিরোশ্ছেদ করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এ খবর জানিয়েছে।
সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিযানে বাংলাদেশি নাগরিক মোহাম্মাদ কবিরকে হত্যার দায়ে নুজুম আব্দুশ শরিফ ও আব্দুল মজিদ হামজার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অভিযুক্তরা কবিরকে ঘুমন্ত অবস্থায় গলা টিপে হত্যার পর তার টাকা-পয়সা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত বছর অক্টোবরে সৌদি আরবে ডাকাতি ও এক মিশরীয় নাগরিককে হত্যার অপরাধে আট বাংলাদেশি শ্রমিকের শিরোশ্ছেদ করা হয়েছিল।
এ নিয়ে সৌদি আরবে চলতি বছর ২২ জনের শিরোশ্ছেদ করা হলো। গত বছর খুন, ধর্ষণ, ডাকাতি, মাদক চোরাচালান ও ধর্মান্তরিত হওয়ার অভিযোগে দেশটিতে ৭৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, বিশ্বে মৃতুদণ্ড কার্যকর করার দিক থেকে সৌদি আরব তৃতীয় অবস্থানে রয়েছে।