বার্তা৭১ ডটকমঃ মানবতা বিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিচার বন্ধ করতে তুরস্কের প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল বাংলাদেশের প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমানের কাছে চিঠি দিয়েছেন। গুল তার চিঠিতে বলেন, সম্প্রতি ১০০ বাংলাদেশী এবং তুর্কি নাগরিক তার সাথে এবং তার ভাইস-প্রেসিডেন্টের সাথে দেখা করে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার ও চলমান রাজনৈতিক পরিস্থিতি অবগত করান। পরে তার পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলাপ করে তিনি এই চিঠি পাঠাতে উদ্যোগী হন। তিনি বলেন, গোলাম আযমের বিরুদ্ধে বিচার বন্ধ করতে হবে। এর আগে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আহমেদ দাওতলু তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওপর নির্যাতন বন্ধের আহবান জানান।