বার্তা৭১ ডটকমঃ রাজধানীর মহাখালীস্থ স্বাস্থ্য অধিদপ্তরের ইটিআই ভবনে শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
তেজগাঁও ফায়ার স্টেশনের সেকেন্ড অফিসার মো: হাসেম ইনিউজকে জানান, সন্ধ্যা ছয়টায় এই আগুন লাগে এবং আগুনে স্বাস্থ্য অধিদপ্তরের দুটি গাড়ি সম্পূন ভস্মিভূত হয়ে গেছে।
তিনি আরো জানান আগুন নেভাতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে এবং আরো চারটি ইউনিট ব্যাক আপের জন্য প্রস্ত্তত ছিল বলেও জানান তিনি।
এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিস অফিস থেকে জানানো হয়েছে আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে।