বার্তা৭১ ডটকমঃ যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাসাচুসেটসের সিনেটর জন কেরিকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার রয়টার্স অনলাইনের প্রতিবেদনে এ কথা জানানো হয়।
শুক্রবার কেরিকে মনোনীত করে ওবামা বলেন, কেরির সারা জীবনের অভিজ্ঞতা তাকে এ দায়িত্ব নেবার জন্য প্রস্তুত করেছে।
হোয়াইট হাউসে মনোনয়ন ঘোষণার সময় জন কেরিকে পাশে নিয়ে ওবামা বলেন, কেরি আগামী বছরগুলোতে মার্কিন কুটনীতিকে দিক নিদের্শনা দেবেন।
বিশ্ব নেতাদের ‘সম্মান ও আস্থা’ অর্জনের জন্য তিনি কেরির প্রশংসা করেন।
২০০৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন কেরি। তিনি সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
সিনেট দ্রুত এ মনোনয়নে সম্মতি দেবে বলে আশা প্রকাশ করেন ওবামা।
পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।