মাগুরা, ২২ ডিসেম্বর: মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকুন্ডি গ্রামের নবগঙ্গা নদীর খেয়াঘাটে নৌকাডুবিতে একই পরিবারের ছয়জন মারা গেছেন। শুক্রবার রাত দুইটার দিকে এ ঘটনা ঘটেছে। মাগুরা সদর থানার ওসি জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী মিন্টু বিশ্বাস জানান, শুক্রবার রাত দুইটার দিকে নবগঙ্গা নদীর অপর পাড়ে বড়ই গ্রামে রামযাত্রা দেখে ফিরছিলেন শ্রীকুন্ডি গ্রামের একই পরিবারের ১৪/১৫ জন সদস্য। এদের মধ্যে নারীও ছিলেন। মাঝ নদী পর্যন্ত এলে হঠাৎ নৌকার তলা ফেটে পানি উঠতে থাকে।
এ সময় যাত্রীরা পানি সেঁচে ফেলার চেষ্টা করলেও কিছুক্ষণের মধ্যে মাঝ নদীতে নৌকাটি উল্টে গিয়ে ডুবে যায়। এসময় নৌকার অন্য যাত্রীরা সাঁতার কেটে উপরে উঠে। কিন্তু সকাল পর্যন্ত প্রেজিত প্রামাণিক(৫৭), নিরাপদ প্রামাণিক(৬২), দীপ্ত প্রামাণিক (১৩), বিজিত প্রামাণিক (৭০), কাজলী মন্ডল (৫৫) ও উত্তর প্রামাণিক (৩৭) নিখোঁজ হন। পরে পরিবার ও স্থানীয় লোকজন সকালে নিহতদের মরদেহ উদ্ধার করেন।