ঢাকা, ২২ ডিসেম্বর,( বার্তা৭১ ডটকমঃ) যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে আজ শনিবার রাজধানীতে সমাবেশ ও গণমিছিল করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
সমাবেশ ও গণমিছিল সফল করতে এরই মধ্যে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
গণমিছিলে ১৪ দলের নেতাকর্মী, সমর্থকসহ ছাত্র, যুব, শ্রমিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং শ্রেণীপেশার মানুষ অংশ নেবে।
বেলা আড়াইটায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে গণমিছিল শুরু হয়ে রাজধানীর জিরো পয়েন্ট, পুরানা পল্টন, প্রেস ক্লাব, হাইকোর্ট, মত্স্য ভবন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পথ ধরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত শিখা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শেষ হবে। সমাবেশে ১৪ দলীয় জোটের শীর্ষস্থানীয় জাতীয় নেতারা বক্তব্য রাখবেন এবং গণমিছিলে নেতৃত্ব দেবেন।
সমাবেশ ও গণমিছিলে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে ১৪ দলের শীর্ষ নেতারা বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও মতবিনিময় করেছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এ সমাবেশ ও গণমিছিলে মুক্তিযুদ্ধের চেতনা-মূল্যবোধে বিশ্বাসী সব গণতান্ত্রিক প্রগতিশীল অসাম্প্রদায়িক ছাত্র, যুব, কৃষক, শ্রমিক, প্রকৌশলী, কৃষিবিদ, চিকিৎসক, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণকে অংশ নেয়ার অনুরোধ জানিয়েছেন।