আগামী সপ্তাহে আবারও হরতাল দিতে যাচ্ছে বিএনপি। নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধান এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলা করার প্রতিবাদে বুধবার নতুন এ কর্মসূচি ঘোষণা করা হবে। গতকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।
বৈঠক সূত্র জানিয়েছে, বিএনপির নেতাদের নামে মামলা করার পরিপ্রেক্ষিতে করণীয় এবং আগাম জামিনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এছাড়াও যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ গ্রেফতারের পর তার জামিন এবং তাকে দেখতে যাওয়ার জন্য দলের কয়েকজন নেতাকে ডিবি কার্যালয়ে যাওয়ার নির্দেশ দেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।