বার্তা৭১ ডটকমঃ এক নায়িকা অন্য নায়িকার পারফরমেন্সে প্রশংসা করবেন এমনটা বলিউডের ইতিহাসে খুব কম ঘটেছে। সম্প্রতি তেমনই দেখা গেল ‘দাবাং-২’-এর একটি আইটেম গান নিয়ে। এতে কারিনার দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছেন ‘দাবাং’-এর ‘মুন্নি বদনাম’ আইটেম গানের পারফরমার মালাইকা অরোরা খান। শুধু তাই নয়, সবার মতো কারিনার প্রশংসায় একদম পঞ্চমুখ খোদ মালাইকা। কারিনার এ পারফরমেন্সকে তিনি সুপার লাইক বলে অভিহিত করেছেন। এ বিষয়ে মালাইকা আরোরা খান বলেন, আরবাজ কখনই ভুল করতে পারে না। সে যখন আমার স্থলে কারিনাকে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো, তখনই আমি সাধুবাদ জানিয়েছিলাম। অবশেষে গানটি দর্শকরা ব্যাপকভাবে পছন্দ করেছে। কারিনার জন্য সুপার লাইক। অসাধারণ পারফর্ম তিনি করেছেন এ গানটিতে। উল্লেখ্য, সালমান খানের ‘দাবাং-২’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। এ ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। ছবিটি মুক্তির আগে থেকেই বেশ আলোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে, বলিউড বক্স অফিসে এ ছবিটি চলতি বছরের সব ব্যবসা সফলতার রেকর্ডকে ছাড়িয়ে যাবে।