বার্তা৭১ ডটকমঃ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন ও জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে গতকাল শনিবার সারাদেশে ১৪ দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে নেতারা দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেন। সমাবেশে বক্তরা বলেন, অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার লক্ষ্যে জামায়াত-শিবির দেশ ও বিদেশে নানা ধরনের ষড়যন্ত্র করছে। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে ষড়যন্ত্রকারীরা কোনভাবেই সফল হতে না পারে। একই সাথে যারা এই বিচার বানচাল করতে চায় তাদেরকে রাজপথে মোকাবেলা করতে হবে। হবিগঞ্জ থেকে সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও জামায়াত-বিএনপির নৈরাজ্য বন্ধের দাবিতে হবিগঞ্জে গণমিছিল করেছে জেলা ১৪ দলের নেতারা। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চৌধুরী বাজার পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী টিপু ও সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরব আলী, এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো প্রমুখ।
কুড়িগ্রাম থেকে সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সকালে শহরে বিক্ষোভ মিছিল- সমাবেশ করেছে জেলা ১৪ দলের নেতারা। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড় এলাকায় এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাফর আলী এমপি, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, কাজিউল ইসলাম, রুহুল আমিন দুলাল, ওবায়দুল হক, মিনহাজুল ইসলাম আইয়ুব প্রমুখ। লক্ষ্মীপুর থেকে সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে লক্ষ্মীপুর শহরে বিকেলে মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিছিলটি শহরের উত্তর তেমুহনী স্টেশন থেকে শুরু হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগ সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহজাহান কামাল প্রমুখ বক্তব্য রাখেন।
ঝালকাঠি থেকে সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। স্থানীয় টাউনহল সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক জি কে মোস্তাফিজুর রহমান ও পৌর মেয়র আওয়ামী লীগনেতা আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বরিশাল থেকে সংবাদদাতা জানান, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবিতে জেলায় শনিবার সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে অনতিবিলম্বে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হলেও এ কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সকল শ্রেণী ও পেশার মানুষ। বিক্ষোভ মিছিল শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ, আগৈলঝাড়া উপজেলার ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন সরদার প্রমুখ। এছাড়াও টাঙ্গাইল, সাভার, পাবনা, নাটোর, দিনাজপুর, রাজশাহী, বাগেরহাট, নোয়াখালী, জামালপুর, কুষ্টিয়া, যশোর, খুলনাসহ দেশের বিভিন স্থানে একই দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত।
বার্তা৭১ডটকম/আরএম/রাম/২২/১০১