বার্তা৭১ডটকমঃ রাজধানী ঢাকাসহ সারা দেশে ভূ-কম্পন অনুভূত হয়েছে। রাত ১০টা ৪৭ মিনিটে ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্বের অধ্যাপক ও ভূমিকম্প অবজারভেটরির তত্ত্বাবধায়ক সৈয়দ হুমায়ূন বার্তা৭১ডটকমকে বলেন, ঢাকা থেকে ৪৫০ কিলোমিটার পূর্বদিকে মিয়ানমারে এই ভূমিকম্পের উৎপত্তি হয় বলে ধারণা করা হচ্ছে।
“৬ মাত্রার কাছাকাছি ভূমিকম্প হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,” বলেন তিনি।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বার্তা৭১ডটকমকে বলেন, “আমরা এখনো পুরো তথ্য পাইনি। আরো কিছুক্ষণ সময় লাগবে।”
বার্তা৭১ডটকম/আরএম/রাম/২২/১০2