স্পোর্টস ডেস্ক ,(বার্তা৭১ডটকম): এক দিনের আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শচিন টেন্ডুলকার। এনডিটিভি জানিয়েছে রোববার সকালে ভারতের ক্রিকেট কন্টোল বোর্ড (বিসিসিআই) শচিনের অবসর সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে ।
৫০ ওভারের ফরম্যাটে ২৩ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বের সবচেয়ে বেশি রান সংগ্রাহক এই ব্যাটসম্যান।
বিএসসিই প্রধান এন শ্রীনিবাসকে পাঠানো এই বিবৃতিতে শচিন বলেন, “আমি ক্রিকেটের একদিনের ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপ জয়ী ভারতীয় দলে থাকার সপ্ন পুরণ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি।”
ভবিষ্যতে দলের জন্য শুভ কামনা করে শচিন বলেন, “বছরের পর বছর ধরে শর্তহীন সমর্থন ও ভালোবাসার দেয়ার জন্য আমি আমার সব শুভাকাঙ্খীর প্রতি কৃতজ্ঞ।”