ঢাকা, ২ মে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনার বৈঠক চলছে। বুধবার বিকাল পাঁচটার দিকে তিনি গণভবনে ঢোকেন। তার সঙ্গে পরিবারের আরো ছয় সদস্য রয়েছেন। তারা হলেন-ইলিয়াসের দুই ছেলে, একমাত্র মেয়ে, মা, ভাই ও একজন নিকটাত্মীয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বৈঠক শুরু হয়।
সোমবার রাজধানীর বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ দিতে করুণ আকুতি জানান। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বুধবার সন্ধ্যা ছয়টায় ইলিয়াস আলীর স্ত্রীকে সাক্ষাতের সময় দেন বলে প্রধানমন্ত্রী।
সংবাদ সম্মেলনে ইলিয়াসের স্ত্রী বলেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিনতি করে বলছি, দয়া করে আপনার সঙ্গে দেখা করার জন্য একটু সময় ও সুযোগ দিন। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে তাকে ফেরত দিলে আমরা আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।”
গত ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতে বনানীর রাস্তা থেকে পুলিশ ইলিয়াস আলীর খালি গাড়ি উদ্ধার করে। এরপর দুই সপ্তাহের বেশি সময় পার হলেও সরকার ইলিয়াস আলীর কোনো সন্ধান দিতে পারেনি।
এ ঘটনায় বিএনপি সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করে আসছে। ইলিয়াসের সন্ধান দাবিতে ২২, ২৩ ও ২৪ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর দলটি ইলিয়াসকে জীবিত ফেরত দিতে সরকারকে চার দিন সময় বেঁধে দেয়। এই সময় গত ২৮ এপ্রিল শেষ হয়। বেঁধে দেয়া সময়ের মধ্যে নিখোঁজ ইলিয়াস আলীকে না পাওয়ায় ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে আবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোট।