ঢাকা, ২৪ ডিসেম্বর (বার্তা৭১ডটকম) : অজিত করাতি হত্যা মামলায় পাঁচজনের ফাঁসি এবং দুজনের দশ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ৩-এর বিচারক এবিএম সাজেদুর রহমান সোমবার এ আদেশ দেন। এ মামলায় বাকি ১২ জনকে বেকসুর খালাস দেয়া হয়।
ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিরা হলো মনোরঞ্জন, সালাহউদ্দিন, পরান, গোপাল এবং উমেশ। দশ বছর সাজা ও ১০ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত আসামিরা হলো রাধাকান্ত ও শহিদুল ইসলাম মুন্নু। এ মামলায় এ দুই আসামি জরিমানার টাকা অনাদায়ে আরো ১ বছরের সাজার আদেশ দিয়েছেন আদালত।
২০১০ সালের ২০ এপ্রিল কেরানীগঞ্জের আতাসুর গ্রামের তপন করাতির বাড়িতে আসামিরা সকাল পৌনে ১১টার দিকে প্রবেশ করে অজিত করাতিকে হত্যা করে। এ সময় অপর দু’জনকে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তারা।
উল্লেখ্য, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনার সূত্রপাত ঘটে। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় বাদী তপন করাতি একটি হত্যা মামলা দায়ের করেন। পরে এ মামলায় মোট ১২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মো. মাহবুবুর রহমান ও কাজী নজিব উল্লাহ হিরু এবং মো. জসিম উদ্দিন।
আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক আহম্মেদ, হেনা বেগম ও কুতুব উদ্দিন চৌধুরী।