ঢাকা, ২৪ ডিসেম্বর (বার্তা৭১ডটকম) : পদ্মা সেতু প্রকল্প নিয়ে নিজের আশার কথা জানিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মার প্রদীপ এখনো জ্বলছে। সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে ই-টেন্ডারিং কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর কাছে পদ্মা সেতু প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়।
মন্ত্রী প্রথমে কোনো কিছু বলতে না চাইলেও শেষে শুধু ওই মন্তব্য করেন।
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি বহু প্রতীক্ষিত পদ্মা প্রকল্প নিয়ে ঋণদাতা প্রধান সংস্থা বিশ্বব্যাংকের সঙ্গে জটিলতা এখনো পুরোপুরি কাটেনি।
তবে দুর্নীতি দমন কমিশন মামলা করার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জটিলতা অবসানের আশা প্রকাশ করেছেন।
পদ্মা প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিশ্বব্যাংকের শর্ত পূরণে যোগাযোগমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় সৈয়দ আবুল হোসেনকে। এরপর ওই দায়িত্বে আসেন ওবায়দুল কাদের।
যোগাযোগ মন্ত্রণালয়ের সরকারি ক্রয়সংক্রান্ত বিষয়গুলো এখন ডিজিটালের আওতাভুক্ত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) উদ্বোধন করেন তিনি।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মন্ত্রণালয়ের সড়ক ও জনপথ বিভাগ প্রথম এই ই-জিপি পদ্ধতি চালু করল। এ সময় মন্ত্রী ই-জিপি পদ্ধতির মাধ্যমে তিনটি দরপত্র পাস করেন।