ঢাকা, ২৪ ডিসেম্বর(বার্তা৭১ডটকম) : আগামী নির্বাচন ২০১৪ সালের ১লা জানুয়ারী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুব-উল-আলম হানিফ । তিনি বলেন, নির্বাচন মূল লক্ষ্যে হলে নির্বাচনকালীন সরকার নিয়ে সংসদে কিংবা সংসদের বাইরে আলোচনা হতে পারে। বিএনপি তত্বাবধায়ক সরকারের দাবিতে গণসংযোগের নামে ২৬ ডিসেম্বর অরাজকতা করলে সরকার কঠোর ব্যবস্থা নিবে বলে হুশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি ও স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা: আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব:) মজিবুর রহমান ফকির এমপি, সাংসদ ও সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: বদিউজ্জামান ভূইয়া প্রমুখ।
২৬ ডিসেম্বরের গণসংযোগে সরকার বাধা দিলে লাগাতার হরতাল দেয়া হবে বলে বিএনপি নেতাদের হুমকির প্রতিবাদে হানিফ বলেন, বিএনপির কোনো কর্মসূচিতে জনসমর্থন থাকে না। এজন্য তারা কর্মসূচির আগেই সরকার কর্মসূচি পালনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে । সরকার শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে বাধা দেয়নি । বিএনপির কর্মসূচিতে জনসমর্থন থাকে না তাই তারা সরকার বাধা দিয়েছে বলে অভিযোগ করে ।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি নেতারা ঘন ঘন দূতাবাসে সরকারের বিরুদ্ধে নালিশ করছে। কিন্তু বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ নেই। বিদেশি প্রভুরা ক্ষমতায় আনতে পারবে না। ক্ষমতায় আনার মালিক দেশের জনগণ।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী দলীয় কার্যালয়ে অবরুদ্ধ নাটক করছে দাবি করে তিনি আরও বলেন, দলের প্রতিটি সংবাদ সম্মেলনে নেতাদের পাশে বসে থাকেন রিজভী । কাপুরুষের মত দলীয় কার্যালয়ে বসে থেকে জনগণের সাথে তামাশা করছেন । যদি তার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়ে থাকে তবে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেন তিনি।
নিজের ঘরের যুদ্ধাপরাধীদের বিচার করুন বিরোধী দলীয় নেতার এমন বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, রাজাকার-আলবদর-আলশামস বাহিনীর সদস্য হলেই যুদ্ধাপরাধী হয় না। খালেদা যুদ্ধাপরাধের সংজ্ঞা জানেন না। যারা সরাসরি হত্যা, খুন, ধর্ষন, লুটপাটের সাথে জড়িত তারা যুদ্ধাপরাধী। তাদের বিচার করা হচ্ছে।