নিখোঁজ বিএনপির নেতা এম ইলিয়াস আলীকে খুঁজতে সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন। এ সময় ইলিয়াসের দুই ছেলে ও মেয়ে রুশদিরের সহ ছয় সদস্য সঙ্গে ছিলেন।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন রাজনীতির অনেক উর্ধ্বে মানবতা। এ মানবতার কারণেই দেশের যেকোনো নাগরিককে খুঁজে বের করা আমাদের দায়িত্ব। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে খুঁজতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের পরিবারের কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।’
তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রী সঙ্গে দেখা শেষে সাংবাদিকদের জানান, ‘স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী জানেন ও বোঝেন। তিনি ইলিয়াস আলীকে খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’
উল্লেখ্য গত ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী থেকে নিখোঁজ হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক আনসার। ওই রাতে বনানীর রাস্তা থেকে পুলিশ ইলিয়াস আলীর খালি গাড়ি উদ্ধার করে। এরপর দুই সপ্তাহের বেশি সময় পার হলেও সরকার ইলিয়াস আলীর কোনো সন্ধান দিতে পারেনি।