ঢাকা:(বার্তা৭১ডটকম): খ্রিস্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে মঙ্গলবার দেশের ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে।
সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন বন্ধ রাখা হয়। বাংলাদেশ ব্যাংক ও দেশের দুই স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক বন্ধ থাকলেও বিভিন্ন ব্যাংকের এটিএম বুথগুলো সচল থাকবে। বুধবার থেকে যথারীতি ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলবে।