ঢাকা, ২৫ ডিসেম্বর (বার্তা৭১ডটকম) : সংবাদ মাধ্যমের স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে তিনি দেশের স্বাধীন গণমাধ্যমের সহায়তা কামনা করেন। বুধবার সকালে টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ টেলিভিশনের ৪ যুগপুর্তির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী টেলিভিশন শিল্পী ও কলাকুশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের সব শ্রেণীর মানুষের আকাঙক্ষার কথা বিবেচনায় এনে উন্নতমানের টেলিভিশন প্রোগ্রাম উপহার দিন।
প্রধানমন্ত্রী টেলিভিশনের যাত্রার স্মৃতিচারণ করে আরো বলেন, আজ থেকে ৪৮ বছর আগে ডিসেম্বর মাসে বিটিভির যাত্রা শুরু হয়। শুরু থেকেই বিনোদনের পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত কর্মসূচি দিয়ে মানুষকে সচেতন করে চলেছে এ টেলিভিশন। ব্যাপকভাবে সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির লক্ষ্যে সরকারি চ্যানেলের পাশাপাশি পরে আমরা বেশ কয়েকটি বেসরকারি চ্যানেল চালু করেছি।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, কিছু কিছু ক্ষেত্রে প্রোগ্রামে দায়িত্বশীলতার অভাব দেখা যায়। তাই সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের বিষয়টি মাথায় রেখেই প্রোগ্রাম তৈরির আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে বিটিভিকে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে হবে। মানুষের আকাঙক্ষার কথা মাথায় রেখে অনুষ্ঠানগুলো সুন্দরভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক পরিমন্ডলে এ টিভির গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর টেলিকনফারেন্সে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিটিভির পরিচালক ম. হামিদসহ অনেকেই উপস্থিত ছিলেন।