ঢাকা, ২৫ ডিসেম্বর,(বার্তা৭১ডটকম) : প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম এই জয়ের সুবাদে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অতিথিরা। শুক্রবার আহমেদাবাদে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি।
ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৩৩ রান করে ভারত। জবাবে ১৯ ওভার ৪ বলে ৫ উইকেটে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।
লক্ষ্য তাড়া করতে নেমে অভিষিক্ত ভুবনেশ্বর কুমারের মারাত্মক বোলিংয়ে ১২ রানেই ৩ উইকেট হারানো পাকিস্তানের শুরুটা মোটেও ভালো হয়নি। তবে চতুর্থ উইকেটে শোয়েব মালিকের সঙ্গে অধিনায়ক মোহাম্মদ হাফিজের ১০৬ রানের জুটি অতিথিদের জয়ে ভিত গড়ে দেয়।
আঠারোতম ওভারের প্রথম বলে দলীয় ১১৮ রানে ইশান্ত শর্মার বলে ভুবনেশ্বরের হাতে ধরা পড়ার আগে ৬১ রান করেন হাফিজ । তার ৪৪ বলের ইনিংসে ৬টি ছক্কা ও ২টি চার।
এরপর কামরান আকমলের দ্রুত বিদায় পাকিস্তানকে অস্বস্তিতে ফেলে দিলেও শোয়েব দুই বল অব্যবহৃত রেখেই দলকে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয় এনে দেন। শেষ পর্যন্ত ৫৭ রানে অপরাজিত থাকেন তিনি। শোয়েবের ৫০ বলের ইনিংসটি ৩টি করে ছক্কা ও চার সমৃদ্ধ।
এর আগে ব্যাট করতে নেমে অজিঙ্কা রাহানের সঙ্গে গৌতম গম্ভীরের ৭৭ রানের উদ্বোধনী জুটি ভারতকে ভালো সূচনা এনে দেয় । ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪২ রান করে রাহানে শহীদ আফ্রিদির বলে উমর আকমলের হাতে ধরা পড়লে অতিথিদের জন্য বিপজ্জনক হয়ে উঠা উদ্বোধনী জুটি ভাঙ্গে।
এক পর্যায়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ৯০/১। রান আউট হয়ে গম্ভীরের (৪৩) বিদায়ের মধ্য দিয়ে ভারতের বিপর্যয়ের শুরু।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ভালো শুরুর সুবিধা কাজে লাগাতে পারেনি ভারত । দুই উদ্বোধনী ব্যাটসম্যানের পর যুবরাজ সিং (১০) ও সুরেশ রায়না (১০) ছাড়া স্বাগতিকদের আর কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছতে পারেন নি।
২১ রানে ৩ উইকেট নিয়ে উমর গুল পাকিস্তানের সেরা বোলার। অফস্পিনার সাঈদ আজমল ২ উইকেট নেন ২৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ১৩৩/৯ (গম্ভীর ৪৩, রাহানে ৪২, কোহলি ৯, যুবরাজ ১০, ধোনি ১, রায়না ১০, রোহিত ২, জাদেজা ২, ভুবনেশ্বর ৬*, ইশান্ত ০, দিন্দা ৩*; গুল ৩/২১, আজমল ২/২৫, ইরফান ১/২৫, আফ্রিদি ১/২৬)
পাকিস্তান: ১৩৪/৫ (জামশেদ ২, শেহজাদ ৫, হাফিজ ৬১, উমর ০, শোয়েব ৫৭*, কামরান ১, আফ্রিদি ৩*; ভুবনেশ্বর ৩/৯, ইশান্ত ১/২৩, দিন্দা ১/২৬)