চট্টগ্রাম, ২৬ ডিসেম্বর (বার্তা৭১ডটকম) : মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি সব সময়ই স্বাধীনতার পক্ষের শক্তির বিরুদ্ধে তৎপর বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীতে সেনা বাহিনীর নবীন সদস্যদের প্রাথমিক প্রশিক্ষণ সমাপনীর কুচকাওয়াজ শেষে তিনি স্বাধীনতা বিরোধীদের অপকর্মের বিষয়ে সজাগ থাকতে সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান।
এ সময় সেনাবাহিনীর অর্জিত সাফল্য ও গৌরব সমুন্নত রাখতে চট্টগ্রামের ভাটিয়ারীতে প্রশিক্ষণ শেষে কমিশন লাভ করা নতুন সেনা কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন তিনি।