বার্তা৭১ডটকম: দিল্লিসহ গোটা ভারতে যেভাবে নারীদের ওপর নির্যাতনের মাত্রা বেড়েছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন দেশটির সরকার। নারীদের ওপর এই নির্যাতন রোধে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকার গুলোও নানারকম আইন জারি শুরু করেছে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও বখাটেদের দৌরাত্ম থেকে নিস্তার পাওয়া যাচ্ছেনা। বরং দিনের পর দিন ধর্ষণ, শ্লীলতাহীনতার মতো ঘটনা ঘটেই চলেছে। নারীরাও সারাক্ষণ আতঙ্কে থাকে কখন যেন বখাটেরা তাদের ইজ্জত লুটে নেবে। বাড়ির বাইরে বেরোনোর আগে তারা ভাবছেন, কাজ শেষ করে সসম্মানে আবার ফিরে আসতে পারবেন কিনা। তাই নিজেদের ইজ্জত-সম্ভ্রম বাঁচাতে বিভিন্ন কৌশলে চলাফেরা করছেন তারা। কিন্তু বিফলে যাচ্ছে তাদের সেই কৌশল বা চেষ্টা। সম্প্রতি দিল্লির ধর্ষণের ঘটনা সেই আতঙ্ক বাড়িয়েছে আরও কয়েকগুণ।
তবে এবার হয়তো নারীদের কপালে চিন্তার ভাঁজ নিশ্চয়ই কিছুটা কমবে। বখাটেদের হাত থেকে বাঁচতে এক নতুন ধরনের স্প্রে বের হয়েছে বাজারে। গোলমরিচ, মরিচের গুড়া আর নানা ধরনের রাসায়নিক মেশানো এই তরল স্প্রে করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে চোখ জ্বালা আর কাশি। চলবে প্রায় দুই ঘন্টা। আকারেও বড় নয়, মাত্র ছয় ইঞ্চির একটি টিনের কৌটার মধ্যেই পাওয়া যাবে এই তরল পদার্থ জাতীয় স্প্রে। পকেটেও লুকিয়ে রাখা যাবে। বখাটেরা কাছে আসা মাত্রই সুযোগ বুঝে একবার তার মুখে স্প্রে করে দিতে পারলেই হল। ব্যাস কেল্লা ফতে!
দুই বছর আগে কলকাতায় ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পরই মধ্য কলকাতার একটি দোকানে শুরু হয়েছিল এই স্প্রে বিক্রি। কিন্তু মাঝখানে এই শিশি বিক্রিতে ভাটা পড়ে। কিন্তু ইদানিং সেই চাহিদা আবার কয়েকগুণ বেড়ে গেছে। শুধু নারীরাই নন, দুষ্কৃতিদের হাত থেকে বাঁচতে পুরুষরাও কিনছেন এই স্প্রে। তবে দামটা একটু বেশিই! ৪০০/৫০০ রুপি। তবে স্প্রে করার আগে নিজেকে সতর্ক থাকতে হবে।
কলকাতাতেও নারী নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলেছে তাতে এ রাজ্যের পুলিশের ওপর আর ভরসা রাখতে পারছেন না নারীরা। তাই বখাটেদের উত্ত্যক্ত থেকে নিজেদের বাঁচাতে ছোট্ট টিনের শিশির ওপরই বেশি ভরসা করতে চাইছেন নারীরা।