বার্তা৭১ ডটকমঃ সোনালী ব্যাংক (রূপসী বাংলা) শাখার ঋণ জালিয়াতির ঘটনায় ৫টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ২৬টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের বৈঠকে এসব মামলা করার জন্য সুপারিশ করে অনুসন্ধান কমিটি। আবেদনের প্রেক্ষিতে দুদক চেয়ারম্যান গোলাম রহমান এ অনুমোদন দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
প্রণব কুমার ভট্টাচার্য জাস্ট নিউজকে জানান, আগামি সপ্তাহের শুরুতেই এসব মামলা করা হবে।
দুদক সূত্রে জানা যায়, সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্কসহ ছয়টি গ্রুপ ৩ হাজার ৫৪৭ কোটি টাকা আত্মসাৎ করে। এছাড়া টি অ্যান্ড ব্রাদার্স ৬০৯ কোটি, প্যারাগন ব্রাদার্স ১৪৬ কোটি, ডিএন স্পোর্টস ৩৩ কোটি, নকশী নিট ৬৬ কোটি ও খান জাহান আলী গ্রুপ ৫ কোটি টাকা আত্মসাৎ করেছে।
এ ব্যাপারে ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ৬ প্রতিষ্ঠানের ৮০ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তারা।
উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই শাখা থেকে হলমার্ক গ্রুপই বিভিন্ন অনিয়মের মাধ্যমে প্রায় ২ হাজার ৬৮৬ কোটি টাকা উঠিয়ে নিয়েছে। এ কারণে গত ৪ অক্টোবর হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমেদ ও সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখার সাবেক ব্যবস্থাপক ও ডিজিএম একেএম আজিজুর রহমানসহ সোনালী ব্যাকের ২০ জনসহ আসামি করে ২৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। বাকি সাতজন হলমার্কের।