ঢাকার মুখ্য মহানগর হাকিমকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার একটি চিঠিতে কাফনের কাপড় পাঠিয়ে বিচারক বিকাশ কুমার সাহাকে হত্যার হুমকি দেয়া হয়।
বার্তা৭১ ডটকমঃ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মুখ্য মহানগর হাকিম আদালতে ডাকযোগে চিঠিটি পৌঁছানো হয়। আদালতের নাজির মো. মাহবুবুল আলম চিঠিটি গ্রহণ করে বলেন, খামের মধ্যে এক টুকরা সাদা কাপড়সহ টাইপ করা একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে ‘পুলিশের পর বিচারকরা টার্গেট’ উল্লেখ করে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। এতে নেতাকর্মীদের হয়রানি না করার কথা সাফ জানিয়ে দেয়া হয়।
চিঠিতে আরো বলা হয়, “তোদের সময় শেষ। তোরা নিজেদের কি ভাবিস? তোদের মিথ্যা বিচার আমরা মানি না। তোরা সরকারের পালিত কুকুর। এবার বুঝবি কত ধানে কত চাল। তোদের দিব, তা সহ্য করতে পারবি না। তোদের সাথে শয়তানের দোস্তি।’’
“তোরা প্রশাসনের কাছে গেছস ক্যান? তোরা পুলিশের পর আমাদের হাই টার্গেট। তোদের শিক্ষা দিবার জন্য আমাদের লোকজন মাঠে কাজ করছে। আর একজন নেতাকর্মীকে তোরা হয়রানি করলে তোদের একটা কিছু হারাবি।’’
এর আগে গত ৮ ডিসেম্বর জামায়াত-শিবির নেতাকর্মীদের জামিন না দিয়ে আটকে রাখার অভিযোগ এনে ঢাকার মুখ্য মহানগর হাকিমসহ ২৬ বিচারককে মোবাইলে এসএমএস পাঠিয়ে রগকাটার হুমকি দেয়া হয়।