বার্তা৭১ডটকমঃ: বিশিষ্ট নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…….রাজিউন)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে গত ২৯ নভেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
১৯২২ সালের ৯ এপ্রিল ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন সোহরাব হোসেন।
সংগীতে অবদানের জন্য স্বাধীনতা পদক ও নজরুল একাডেমী পদকসহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি বুলবুল ললিতকলা একাডেমী, ছায়ানট, শিল্পকলা একাডেমী ও নজরুল একাডেমীতে শিক্ষকতা করেন।
শিল্পী, শিক্ষক সোহবার নজরুল-সংগীত প্রামাণীকরণ পরিষদ ও নজরুল ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড এবং ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।