ঢাকা, ২৮ ডিসেম্বর, বার্তা৭১ ডটকমঃ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) হিসেবে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমলেও দুর্নীতির পরিমাণ বেড়েছে। টিআইবির খানা জরিপ ভিত্তিক রিপোর্টে এ তথ্য দেখানো হয়েছে। বলা হয়েছে, টাকার অংকে দুর্নীতি বাড়লেও সার্বিক সেবার ভিত্তিতে ২০১০ সালের তুলনায় নতুন জরিপে দুর্নীতি কমেছে। সার্বিক সেবা খাতে দুর্নীতি কমেছে ৩০ শতাংশ।
শুক্রবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে টিআইবির ‘সেবাখাতে দুর্নীতি-জাতীয় খানা জরিপ ২০১২’ প্রকাশে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ হিসেব তুলে ধরে বলেন, ২০১০ সালের তুলনায় ২০১২ সালের প্রতিবেদনে দুর্নীতি লক্ষনীয় হারে কমেছে। তবে দুর্নীতি এখনও প্রকট আকারে রয়েই গেছে।
১৯৯৭ সাল থেকে এ নিয়ে মোট ৬টি জাতীয় খানা জরিপ প্রকাশ করলো টিআইবি।