বার্তা৭১ ডটকমঃ বৃহস্পতিবার থেকে দেশের পাঁচ বিভাগেই মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। পৌষের মাঝামাঝিতে এসে শীতের যে তীব্রতা অনুভূত হচ্ছিল উত্তর ও মধ্যাঞ্চলে, তা এখন কাবু করতে যাচ্ছে দক্ষিণাঞ্চলকেও। আবহাওয়া অধিদপ্তর সূত্র এ কথা জানিয়েছে। এদিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সপ্তাহব্যাপী ব্যাপক শীতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উত্তরা হাওয়ায় শীতের সঙ্গে দেখা দিচ্ছে কুয়াশা, যা ব্যাহত করেছে যান চলাচল। গত কয়েকদিন ধরে মাওয়া ও পাটুরিয়ায় নদী পারাপার যেমন ব্যাহত হচ্ছে তেমনি দেরিতে ছাড়ছে দূরপাল্লার বাসগুলোও।
রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের ওপর বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ (বাতাসে তাপমাত্রা ৬-১০ ডিগ্রি সেলসিয়াস) আরো কয়েক দিন থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, চলমান এ শৈত্যপ্রবাহ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিস্তৃত হবে।
বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই আবহাওয়া দুয়েকদিন অব্যাহত থাকলেও এ সময় তীব্র শৈত্যপ্রবাহ বইবে না বলে ধারণা করছেন হাফিজুর রহমান। তবে ঠান্ডা হাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে বলে তিনি জানান।
আর জানুয়ারিতে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) বয়ে যাওয়ার আভাস দিয়েছেন এই আবহাওয়াবিদ। চলমান মৃদু শৈত্যপ্রবাহেই উত্তর ও মধ্যাঞ্চলে ভাসমান মানুষদের ভোগান্তি চরমে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংক শীতার্ত মানুষদের শীতবস্ত্র দিতে কয়েকদিন আগেই সব বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ পাঠিয়েছে।
শীতে উত্তরাঞ্চলে শিশু ও নবজাতকদের মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার হার বেড়েছে। ফলে হাসপাতালগুলোতে এ রোগীর সংখ্যাই এখন বেশি। আবহাওয়ার শুক্রবারের পূর্বাভাসে বলা হয়েছে, রাতে তাপমাত্রা হাল্কা কমতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ২৪-২৫ ডিগ্রি সেলসিয়াস।
দিনভর শুকনো আবহাওয়া থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। নদী অববাহিকায় ঘন কুয়াশা থাকবে। অন্যত্র মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অবশ্য চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসেও বলা হয়, এ মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে (১-২টি) মৃদু বা মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।