বার্তা৭১ ডটকমঃ আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে ২য় টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাট করছে ভারত। এর আগে ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মঙ্গলবার ৫ উইকটে জয়ী হয় সফরকারী পাকিস্তান।
সরদার প্যাটেল স্টেডিয়াম থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস ও স্টার ক্রিকেট।
ভারতের সামনে সিরিজ বাঁচানোর লড়াই। অন্যদিকে এই ম্যাচ জিতে ৫ বছর পর উভয় দেশের মধ্যে শুরু হওয়া প্রথম সিরিজ জিততে বদ্ধপরিকর পাকিস্তান।
ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে খেলা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গায় দলে এসেছেন ডানহাতি স্পিনার রবিশ্চন্দ্রন অশ্বিন।
ব্যাঙ্গালুরুতে জয়ী পাকিস্তান দলটি অপরিবর্তিত আছে।
ভারত দল :
গৌতম গম্ভীর, আজিনকা রাহানে, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), রবিশ্চন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অশোক দিন্দা ও ইশান্ত শর্মা।
পাকিস্তান দল
মোহাম্মদ হাফিজ (অধিনায়ক), আহমেদ শেহজাদ, নাসির জামশেদ, কামরান আকমল (উইকেটরক্ষক), উমর আকমল, সোয়েব মালিক, শহীদ আফ্রিদি, সোহেল তানভির, উমর গুল, সাঈদ আজমল ও মো: ইরফান।