বার্তা৭১ ডটকম : জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিল করার সময় এক পথচারীসহ সাত হিজবুত তাহরীর সদস্যকে আটক করেছে পুলিশ। এর পর র্যাব এবং পুলিশ বিএমএ ভবন ঘেরাও করে ব্যাপক তল্লাশি করে হিজবুত তাহরীর সন্দেহে আরো ৩২ জনকে আটক করে। এনিয়ে মোট ৪০ জনকে আটক করা হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হিজবুত তাহরীর সদস্যরা প্রেসক্লাবের সামনে মিছিল বের করে। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে মনিরুল ইসলাম নামে এক পথচারী ও সাত হিজবুত তাহরীর সদস্যকে আটক করে পুলিশ।
পরে র্যাব বিএমএ ভবন ঘেরাও করে ব্যাপক তল্লাশি শুরু করে। এ সময় হিজবুত তাহরীর সন্দেহে আরো ৩২ জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে দুইজন সাংবাদিককে আটক করে পরে তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।