বার্তা৭১ ডটকম : ‘বালমা’ শীর্ষক আইটেম গানের মাধ্যমে ইতিমধ্যে ব্যাপক আলোচিত হচ্ছেন ক্লডিয়া সিজলা। হিমেশ রেশামিয়া ও টুইঙ্কেল খান্না প্রযোজিত ‘খিলাড়ি ৭৮৬’ ছবির এ গানটিতে ক্লডিয়া পারফর্ম করেছেন অসাধারণ। বছরের শেষের দিকে মুক্তি পাওয়া এ ছবিটিও সুপারহিট হয়েছে। ফলে অভিষেক ছবিতে একটি গানের মাধ্যমেই দারুণ সফলতা লাভ করেছেন ক্লডিয়া। সেই ধারাবাহিকতায় আবারও একটি নতুন ছবির আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছেন এই জার্মান মডেল। হিমেশ রেশামিয়া তার পরবর্তী ছবির আইটেম গানের জন্যও নির্বাচিত করেছেন ক্লডিয়াকে। ইতিমধ্যে এ বিষয়ে একটি চুক্তিও সম্পন্ন হয়েছে। এই গানে ব্যাপক খোলামেলা হয়ে পারফর্ম করবেন ক্লডিয়া। এদিকে নিজের প্রযোজনার নতুন ছবি সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাচ্ছেন না হিমেশ। তবে ‘খিলাড়ি-৭৮৬’-এর সাফল্যর পর নতুন উৎসাহ নিয়ে নতুন ছবির কাজ শুরু করবেন নতুন বছরের প্রথম দিকেই। তবে হিমেশের পরবর্তী ছবিতে অভিনয়ের উত্তেজনা লুকিয়ে রাখতে পারেননি ক্লডিয়া, প্রকাশ করেছেন মিডিয়ার কাছে। এ বিষয়ে তিনি জানান, ‘বালমা’ গানটির মাধ্যমে হিমেশ রেশামিয়াই আমাকে বলিউডে প্রথমবারের মতো সুযোগ করে দিয়েছেন। গানটিতে দর্শকরা আমাকে অনেক ভালভাবে গ্রহণ করেছেন। আসলে হিমেশের করা এই ছবির সবক’টি গানই ছিল অসাধারণ। পাশাপাশি তিনি প্রযোজক হিসেবেও অনেক ভাল কাজ করেছেন। তার পরবর্তী ছবির একটি নতুন আইটেম গানে পারফর্ম করতে যাচ্ছি। বিষয়টি নিয়ে আমি বেশ উত্তেজিত। আর এখানেও খোলামেলারূপেই দেখা যাবে আমাকে। বলিউডের মতো বড় জায়গায় কাজ করতে গিয়ে খোলামেলা হতে আমার একদমই কোন আপত্তি নেই। তাই আমি গানটি করার জন্য একদম প্রস্তুত।